Sunday, October 21, 2012

মাইক্রোওয়ার্কার্স : ছোট এবং সহজ ডাটা এন্ট্রি কাজ


ডাটা এন্ট্রি কাজ যারা করেন, তারা ভালোভাবেই জানেন যে, একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিন। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে একেকটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে। এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদের সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলেন। আজকে যে ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাতে কাজ করার জন্য কোনো বিড বা আবেদন করতে হয় না। অর্থাত্ ইচ্ছে করলে এই মুহূর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে মাইক্রোওয়ার্কার্স (http://www.microworkers.com)|

প্রথম দর্শনেই সাইটটিকে সহজবোধ্য মনে হবে
মাইক্রোওয়ার্কার্স সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। একেকটি কাজ করতে থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য .১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবল একবারই করা যায়। মোট আয় ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।
তবে গ্রাফিক্সের কাজগুলো সহজ নয়। এর জন্য অনেক দক্ষতা এবং চর্চার প্রয়োজন রয়েছে, যা সবার পক্ষে সম্ভব নয়। ফলে আমাদের দেশে ফ্রিল্যান্সারদের মধ্যে ডাটা এন্ট্রির কাজগুলো করার প্রবণতা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে সবাইকে গেট--ফ্রিল্যান্সার থেকে কাজ করার পরামর্শ দেয়া যায়, কিন্তু এখানেও মূল সেই সমস্যাটি থেকেই যাচ্ছেকাজ পাওয়া খুব কঠিন। প্রথম কাজ পেতে আপনাকে কয়েক সপ্তাহ, এমনকি এক মাসও অপেক্ষা করতে হতে পারে।
আজকে আপনাদের যে সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তা থেকে কাজ পেতে কোনো অপেক্ষা করতে হবে না। এই মুহূর্ত থেকেই কাজে লেগে যেতে পারবেন। সাইটটি হচ্েQÑhttp://www.microworkers.com প্রথম দর্শনে সাইটটিকে আমার খুবই চমত্কার এবং সহজ মনে হয়েছে। মনে হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সাররা এই সাইটকে সাদরে গ্রহণ করবে।
মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে
এখানে কাজ করার জন্য কোনো বিড করতে হয় না।
কাজগুলো খুবই ছোট হয়ে থাকে। প্রতিটি কাজ সম্পন্ন করতে সাধারণত মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগবে।
কাজটি আপনি সত্যি সম্পন্ন করেছেন কিনা তার একটি প্রমাণ দিতে হয়। এজন্য কাজের বর্ণনার নিচে ্তুও accept this job’ লিংকে ক্লিক করলে একটি টেক্সটবক্স দেখাবে। কীভাবে প্রমাণ দেবেন তার বর্ণনা কাজের বর্ণনার সঙ্গেই পাবেন।
কাজগুলো যেহেতু ছোট, তাই অর্থের পরিমাণও সামান্য। প্রতিটি কাজ .১০ ডলার থেকে শুরু করে .৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
প্রায় প্রতি ঘণ্টায় নতুন নতুন কাজ আসে।
একটি কাজ একবারই করতে পারবেন।
মোট আয় ডলার হলে অর্থ উত্তোলন করতে পারবেন।
চারটি পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায়চেক, মানিবুকারস, পেপাল এবং অল্টারপে।
প্রথম বার অর্থ উত্তোলন করতে গেলে আপনার ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে, যাতে একটি পিন নম্বর দেয়া থাকবে। এই পদ্ধতিতে আপনার ঠিকানা যাচাই এবং একজন ব্যবহারকারী যাতে দুটি অ্যাকাউন্ট করতে না পারে, তা নিশ্চিত করা হয়।

কাজের প্রকারভেদ
এই সাইটে যে ধরনের কাজ পাওয়া যায়, সেগুলোর সর্বনিম্ন মূল্য নিচে দেয়া হলো
ঙ্ Visit my site + Comment $0.10 : কাজের বর্ণনায় উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট শব্দের মন্তব্য দিতে হবে।
ঙ্ Follow my Twitter $0.10 : বর্ণনায় উল্লিখিত একটি Twitter অ্যাকাউন্টকে Follow করা, এজন্য twitter.com- আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
» Simple sign up (2 fields) $0.10 : বর্ণনায় উল্লিখিত সাইটে রেজিস্ট্রেশন করা, যাতে মাত্র দুটি তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় একটি -মেইল ঠিকানা দিতে হয়। পরামর্শ হলো এই ধরনের কাজের জন্য ভিন্ন একটি অ্যাকাউন্ট তৈরি করে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করুন। অন্যথায় স্পাম -মেইলের কারণে আপনার দরকারি -মেইল খুঁজে পাবেন না।
» Complex Sign up $0.15 : উল্লিখিত সাইটে রেজিস্ট্রেশন করা, যাতে বেশি তথ্য দিতে হবে।
» Digg my page $0.10 : কোনো একটি সাইটের পৃষ্ঠার জন্য উরমম করা। এজন্য আপনার উরমম.পড়স- অ্যাকাউন্ট থাকতে হবে।
» Text link to a website $0.20 : ক্লায়েন্টের সাইটের টজখ আপনার কোনো সাইট বা ব্লগের সঙ্গে লিংক দেয়া, অথবা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অন্য কোনো ফোরামে পোস্ট করা।
» Review of my site + Link $0.30 : ক্লায়েন্টের সাইট নিয়ে আপনার ব্লগে ইংরেজিতে একটি পোস্ট এবং তার লিংক দেয়া।
» Download and Install $0.50 : কোনো সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা।

তবে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে দেখলাম এই সাইটের ক্লোন করে আরও সাইট তৈরি হচ্ছে। ফলে আমার বিশ্বাস, এই সাইট থেকে সত্যি সত্যি টাকা উপার্জন করা সম্ভব। সাইটটি পরীক্ষা করতে গিয়ে আমি দুটি কাজ করেছি। আমার ইচ্ছে আছে অন্তত ডলার আয় করে দেখাআসলেই তারা টাকা দেয় কিনা। যদিও এটি করতে গিয়ে আমার সময় কিছুটা ব্যয় হবে, যেখানে আমি প্রোগ্রামিং করে এর চেয়ে অনেক অনেক বেশি আয় করি, তারপরও এই সাইট থেকে টাকা পেলে যারা ডাটা এন্ট্রি কাজ করতে চান তাদের একটা সহজ রাস্তা বলে দিতে পারব।
বিজ্ঞান কম্পিউটার ডেস্ক

No comments:

Post a Comment