Wednesday, October 24, 2012

ফোন-কল অনুবাদের অ্যাপ্লিকেশন!

মুঠোফোনে অজানা কোনো ভাষায় কল এসেছে? মুঠোফোনের একটি ট্রান্সলেশন বা অনুবাদক অ্যাপ্লিকেশন্ রিয়েল টাইমে অজানা ভাষাটিকে অনুবাদ করে শোনাবে আবার ফোন-কলের উত্তরটিও সে ভাষায় অনুবাদ করে পাঠাবে। এ অ্যাপ্লিকেশনটি চালু থাকলে ভিন্ন ভাষা-ভাষীদের মধ্যে মুঠোফোনে কথা বলার অসুবিধা দূর হবে। জাপানের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এনটিটি ডকোমো `হানাসি্ত হোনইয়াকু' নামের এ অ্যাপি্লকেশনটি চালু করছে। খবর বিবিসি অনলাইনের।এনটিটি ডকোমোর পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানের ভাষা-ভাষী মানুষেরা যাতে সহজেই বিদেশিদের সঙ্গে মুঠোফোনে কথা বলতে পারে এ উদ্দেশেই নতুন অ্যাপি্লকেশনটি চালু করা হচ্ছে। অ্যাপি্লকেশনটির সাহায্যে জাপানি ভাষা থেকে ইংরেজি, ম্যান্ডারিন থেকে কোরিয়ান ভাষা রিয়েল টাইমে অনুবাদ করে কথা বলা যাবে। অ্যাপি্লকেশনটিতে পরবর্তীতে অন্যান্য ভাষার অনুবাদ সুবিধা যোগ করা হবে বলেও জানিয়েছে এনটিটি ডকোমো কর্তৃপক্ষ।এনটিটি ডকোমো ছাড়াও এ ধরনের অ্যাপ্লিকেশন তৈরিতে কাজ করছে লেক্সিফোন অ্যান্ড ভোক্রে, অ্যালকাটেল-লুসেন্ট ও মাইক্রোসফট।

No comments:

Post a Comment