কম্পিউটার দ্রুত বন্ধ (শাট ডাউন), পুনরায় চালু (রিস্টার্ট), লগ-অফ,
স্ট্যান্ডবাই, হাইবারনেট বা সিডি-ডিভিডি বের করতে (মিডিয়া ড্রাইভ ইজেক্ট)
করতে চাইলে কিউএসডি নামের ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
www.mediafire.com/?n2vzriv8c14ami4 ঠিকানার ওয়েবসাইট থেকে ৫০৮ কিলোবাইটের
সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে। এর পর Extract করুন এবং কম্পিউটারে ইনস্টল
করুন। ইনস্টল করার পর ডান দিকে নিচে Quick Shut Down নামের আইকনে দুই
ক্লিক করলে দ্রুত কম্পিউটার শাট ডাউন হয়ে যাবে। শাট ডাউন, রিস্টার্ট,
লগ-অফ, স্ট্যান্ডবাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করাতে চাইলে,
আইকনের ওপর ডান ক্লিক করুন। এখান থেকেও ওই কাজগুলো করা যাবে। এ ছাড়া
শর্টকাট কি তৈরি করে দ্রুত এ অপশনগুলোর কাজ করতে চাইলে শর্টকাট কি তৈরি
করে নিতে পারেন।
যেমন—শাট ডাউন করার জন্য রেডিও বাটনে ক্লিক করুন এবং কারসার রেখে Crtl চেপে S দিয়ে শাট ডাউনের জন্য শর্টকাট কি তৈরি করে নিন। Crtl+S চাপলেই কম্পিউটার দ্রুত শাট ডাউন হয়ে যাবে। এভাবে শাট ডাউন, রিস্টার্ট, লগ-অফ, স্ট্যান্ডবাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্টের শর্টকাট কি তৈরি করে দ্রুত কাজ সমাধা করা যাবে।
যেমন—শাট ডাউন করার জন্য রেডিও বাটনে ক্লিক করুন এবং কারসার রেখে Crtl চেপে S দিয়ে শাট ডাউনের জন্য শর্টকাট কি তৈরি করে নিন। Crtl+S চাপলেই কম্পিউটার দ্রুত শাট ডাউন হয়ে যাবে। এভাবে শাট ডাউন, রিস্টার্ট, লগ-অফ, স্ট্যান্ডবাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্টের শর্টকাট কি তৈরি করে দ্রুত কাজ সমাধা করা যাবে।
No comments:
Post a Comment