প্রথমে Firefox যদি না থাকে তাহলে এটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এখানে ক্লীক করুন এবং CookiePie Firefox addonটি ইনস্টল করুন। এখন আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন।
এখন ব্রাউজারটি খুলুন এবং আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। তারপর নতুন একটি টেব খুলতে Ctrl + T চাপুন। নতুন খোলা এই টেবের উপর রাইট ক্লীক করে এবং Toggle On/Off Cookiepie সিলেক্ট করুন। এখন টেবের উপর আপনি একটি Cookie দেখতে পাবেন। এবার একটি নতুন ফেসবুক আইডিতে লগইন করুন।
বি:দ্র: এই পদ্ধতিটি আপনি ফেসবুক ছাড়াও ইয়াহু, মাইস্পেস, জি-মেইল, অরকুট ইত্যাদি জায়গায় প্রয়োগ করতে পারবেন।
No comments:
Post a Comment