অনেক সময় আকারে বড় ফাইল অন্যের সঙ্গে ভাগ করা (শেয়ার) বা ই-মেইলে পাঠানোর
প্রয়োজন পড়তে পারে। জনপ্রিয় অনেক ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট
আকারের চেয়ে বড় ফাইল পাঠানোর অনুমোদন দেয় না। এ ক্ষেত্রে উইনরার সফটওয়্যার
ব্যবহার করে ফাইলকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে আলাদা করে পাঠানো যায়।
উইনরার না থাকলে http://goo.gl/jDxqw ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়ে
কম্পিউটারে ইনস্টল করে নিন।
এবার যে ফাইলকে আলাদা ভাগে ভাগ করতে চান, সেটিতে মাউসের রাইট ক্লিক করে add to archive নির্বাচন করুন। নতুন ডায়ালগ বক্স খুললে archive format নির্ধারণ করুন। Compression method-এ Best নির্বাচন করুন। Split to volumes, bytes-এ আপনার ফাইলের আকার অনুযায়ী যত ভাগে ভাগ করতে চান, সেটা উল্লেখ করুন। আপনার ফাইলের আকার যদি ৫ মেগাবাইট হয়, তাহলে এই বক্সে 1MB লিখে OK চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করলে পাঁচ ভাগের প্রত্যেক ভাগ এক মেগাবাইট করে পাঁচটি আলাদা ফাইল তৈরি হবে। এবার এই আলাদা ফাইলগুলোকে এক এক করে ই-মেইল করা যাবে। যেকোনো একটি ফাইলের ওপর মাউসের রাইট বোতাম চেপে Extract files-এ ক্লিক করলে ফাইলটি আবার আসল ফাইলে পরিণত হবে।
এবার যে ফাইলকে আলাদা ভাগে ভাগ করতে চান, সেটিতে মাউসের রাইট ক্লিক করে add to archive নির্বাচন করুন। নতুন ডায়ালগ বক্স খুললে archive format নির্ধারণ করুন। Compression method-এ Best নির্বাচন করুন। Split to volumes, bytes-এ আপনার ফাইলের আকার অনুযায়ী যত ভাগে ভাগ করতে চান, সেটা উল্লেখ করুন। আপনার ফাইলের আকার যদি ৫ মেগাবাইট হয়, তাহলে এই বক্সে 1MB লিখে OK চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করলে পাঁচ ভাগের প্রত্যেক ভাগ এক মেগাবাইট করে পাঁচটি আলাদা ফাইল তৈরি হবে। এবার এই আলাদা ফাইলগুলোকে এক এক করে ই-মেইল করা যাবে। যেকোনো একটি ফাইলের ওপর মাউসের রাইট বোতাম চেপে Extract files-এ ক্লিক করলে ফাইলটি আবার আসল ফাইলে পরিণত হবে।
No comments:
Post a Comment