Friday, November 2, 2012

সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড

এখন ফোল্ডারে পাসওয়ার্ড বা গোপন নম্বর দেয়ার জন্য দরকার হবে না কোনো সফটওয়্যারের। আর সফটওয়্যার ছাড়া কাজটি করতে হলে বাছাইকৃত ফোল্ডারটির ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনে গিয়ে Compressed (Zipped folder) folder- ক্লিক করুন। ফলে ফোল্ডারটি Zip Folder- রূপান্তরিত হবে। এখন এই Zip folder- মাউস পয়েন্ট রেখে আবার ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (Zipped) folder- ক্লিক করুন। এখন যে নতুন উইন্ডোটি আসবে, সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password- ক্লিক করতে হবে এবং Password confirm Password- একই গোপন নম্বর দিয়ে ok করে দিতে হবে।

No comments:

Post a Comment