Sunday, April 1, 2012

How to increase your computer speed

To increase your computer speed উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়এই ফাইল জমে থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়এগুলো মুছতে My Computer- মাউস রেখে ডান বাটন ক্লিক করে Manage অপশনে ক্লিক করুনএখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুনলক্ষ করুন, ডান পাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছেএই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচন করুনএখন এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবেএকই নিয়মে System Tools/Event Viewer/Application-এ গিয়ে System Security ফাইল মুছে ফেলুন

1 comment: