To increase your computer speed উইন্ডোজ অপারেটিং সিস্টেম
ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়। এই ফাইল
জমে থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়। এগুলো মুছতে My Computer-এ মাউস
রেখে ডান বাটন ক্লিক করে Manage অপশনে ক্লিক করুন। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডান
পাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এই সবগুলো ফাইল মুছতে ওপরের
মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচন করুন। এখন এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে
No-তে
ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে। একই নিয়মে
System Tools/Event Viewer/Application-এ গিয়ে System ও Security ফাইল মুছে ফেলুন।
thanks to inform
ReplyDelete