Saturday, August 25, 2012

এবার আসছে স্মার্টঘড়ি!

নানারকম সুবিধা আছে স্মার্টঘড়িতে নানারকম সুবিধা আছে স্মার্টঘড়িতে
স্মার্টফোনের পর এবার আসছে স্মার্টঘড়ি। তবে তা মেয়েদের জন্য। সম্প্রতি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই স্মার্টঘড়ি। যুক্তরাষ্ট্রের চেরিল কেলোন্ড এবং সিলভিয়া ম্যারিনো নামে দুজন নারী এটি তৈরি করেছেন।
ভৌগোলিক অবস্থান বের করার যন্ত্র গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসযুক্ত যন্ত্রপাতি বাজারে সহজলভ্য হলেও তার সাহায্যে যেকোনো জায়গা নির্ধারণ করা বেশ সময়সাপেক্ষ। তা ছাড়া মেয়েদের জন্য দরকারি সুবিধা প্যানিক বাটনও এসব যন্ত্রে থাকে না। প্যানিক বাটনের সাহায্যে একা চলাফেরার সময় কোনো সমস্যা হলে সাহায্যের জন্য কোনো বন্ধু বা কাছের মানুষের কাছে সংকেত পাঠানো যায়। তাই এই স্মার্টঘড়ি।
কেলোন্ড বলেন, ‘এই ঘড়িটির সঙ্গে যুক্ত আছে প্যানিক বাটন। এটি অন্যান্য যন্ত্রপাতি থেকে ঘড়িটিকে আলাদা করেছে। রাতে একা চলাফেরার ক্ষেত্রে এই স্মার্টঘড়িটি বেশ সহায়ক হবে এবং বিভিন্ন সমস্যার সমাধান করবে।’ ঘড়িটি আকারে খুবই ছোট এবং দেখতেও সুন্দর। এটি বানানো হয়েছে গোলাপি রঙে। শুধু তাই নয়, এর নিওপ্রেন ফিতাটি হাতে অস্বস্তি আনে না।
মজার ব্যাপার হলো, ঘড়িটির মাধ্যমে অন্যান্য ফিটনেস গেজেটের মতো হার্টবিট, ক্যালোরি খরচের পরিমাণ এবং কতটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে তা সহজেই মাপা যাবে। এ ধরনের স্মার্টঘড়ি আগামী বছর এপ্রিল মাসের মধ্যেই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং এটি বেশ জনপ্রিয়ও হবে। আর এটির দাম পড়বে কমপক্ষে ২৪৯ ডলার। তবে কেলোন্ড ও সিলভিয়া শুধু মেয়েদের জন্যই নয়, ছেলেদের জন্যও এ ধরনের ঘড়ি তৈরি করতে সক্ষম হবেন বলে জানা গেছে। —এবিসি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা

মুঠোফোনে ইন্টারনেটের গতি কত, জেনে নিন...

আপনি হয়তো স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এখন জানতে চাইছেন মুঠোফোনে যে কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন, তারা আপনাকে কত গতি দিচ্ছে? এটা জানা যাবে বেশ সহজেই। এ জন্য আপনাকে ‘স্পিড টেস্ট’ নামের একটি ছোট্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এটি অ্যান্ড্রয়েড ও আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে www.speedtest.net/mobile.php ঠিকানা থেকে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এর আকার ১ মেগাবাইট, আর আইফোনে ৯.৮ মেগাবাইট। ডাউনলোড ও আপলোডের গতি আলাদাভাবে দেখার সুবিধা রয়েছে এতে।

Saturday, August 11, 2012

when lost your key bord batton

-->
wK‡ev‡Wi †Kvb †evZvg bó n‡j
wewfbœ Kvi‡b wK‡ev‡Wi wbw`©ó GKwU ev GKvwaK †evZvg (wK) bó n‡Z cv‡i| wKš‘ †mB wKi hw` weKí wK bv _v†K Ges Zvn‡j wK‡evW© cwieZ©b Qvov †Kvb MwZ _v‡Kbv| G Ae¯’vq wK‡ev‡W©I Ab¨ †Kvb wK hw` IB bó nIqv wK wn‡m‡e e¨envi Kiv hvq Zvn‡j †Kgb nq !
kvc©-wK mdUIqvi w`‡q Avcwb PvB‡j Ab¨ †h‡KvbwKi Ae¯’vb(g¨vc) cwieZ©b K‡i weKí wK wnmv‡e e¨envi Ki‡Z cv‡ib| A_©vr wK‡ev‡Wi wKwU wig¨vwcs K‡I DBb‡Wv‡R emv‡Z n‡e| GQvov wbw`©ó †Kvb wK B”Qv g‡Zv cwieZ©b I wbw¯Œq K‡I ivL‡Z cvi‡eb| gvÎ 22(AvbwRc Kivi ci85) wK‡jvevB‡Ui GB gy³ mdUIqviwU www.randyrants.com wVKvbvi I‡qemvBU †_‡K msMÖn K‡I wbb| mdUIqviwUi ‡cÖvMÖvwgs ms‡KZ cv‡eb www.codeplex.com/sharpkeys wVKvbvB I‡qe mvBU _v‡K|
awi Avcbvi wK‡ev‡W©I e¨K‡¯úm bó n‡q †M‡Q| Avcwb Pv‡”Qb Wv‡bi K›Uj †evZvg‡K e¨vK‡¯úm wn‡m‡e e¨envi Ki‡eb| G Rb¨ mdUIqviwU Pvjy K‡I Ad evU‡b wK¬K Ki“b| Gevi ev w`‡Ki Map this key(from key)c¨v‡bj Wv‡bi K›Uj wKwU wbe©vPb Ki“b| Gevi Wvb w`‡Ki To this key (to key) c¨‡bj †_‡K e¨vK‡¯úm wK wbe©vPb Ki“b| wK wbe©vP‡bi mnR DcvB n‡”Q c¨v‡b‡ji wb‡Pi Type Key evU‡b wK¬K K‡I IB wK Pvc‡j IB wKi bvg P‡j Avm‡e Gevi ok Ki‡Z n‡e| †Kvb wK wbw¯Œq Ki‡Z PvB‡j Wv‡bi me‡P‡q Ic‡iÑturn key off wbe©vPb Ki‡Z n‡e| Gevi ok evU‡b wK¬K Ki‡j Sharp Keys-Gi ZvwjKvB hy³ n‡e| Gfv‡e Avcwb AviI wK hy³ Ki‡Z cv‡ib| GLvb †_‡K Av‡Mi †mU Kiv cwieZ©b ev gy‡Q †dj‡Z cv‡ib| me‡k‡l †iwRw÷ª‡Z cwieZ©b †mU Ki‡Z  Write to Registry evU‡b wK¬K Ki‡j GKwU †g‡mR Avm‡e| Gevi Kw¤úDUvi bZzb K‡I jMBb ev wi÷vU Ki“b| e¨vm Gevi †`Lyb Wv‡bi K›Uj wK Øvi e¨vK‡¯ú‡mi KvR Ki“b| Gfv‡e Avcwb Avcbvi B”Qvg†Zv wK‡evW© bZzb i“‡c mvwR‡qI wb‡Z cv‡ib|